ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

দেশে তামাক ব্যবহারের হার কমেছে ৮ শতাংশ

২০১৮ আগস্ট ১৪ ১৬:৪৬:৩৩
দেশে তামাক ব্যবহারের হার কমেছে ৮ শতাংশ

স্টাফ রিপোর্টার : আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহারের হার ৮ শতাংশ কমেছে। ২০১৭ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভেতে (গ্যাটস) এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার সচিবালয়ে ‘গ্যাটস ২০১৭’ এর ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৯ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে সার্বিকভাবে তামাক ব্যবহারের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৭ সালের জরিপে এই হার কমে হয়েছে ৩৫ দশমিক ৩ শতাংশ।

২০১৭ সালের গ্যাটস পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

(ওএস/এসপি/আগস্ট ১৪, ২০১৮)