ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৮ আগস্ট ১৪ ১৮:৫৯:১৪
দীপক চন্দ্র পাল’র কবিতা







লাল সবুজের বাংলায়

পড়ন্ত বিকেল শেষে,
গোধুলির আধারে ডুবে যাওয়া সূর্যটা-
পুর্ন যৌবনে ফিরে আসে প্রতি দিন প্রভাতে।
ফেলে আসা সেই ভয়াল স্মৃতির আগষ্ট, একাত্তর,
ইশারা দেয় ,রক্ত চক্ষু প্রর্দশন করে, আজো বার বার-
ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি-
আজো মনে পড়ে-ফেলে আসা সেই অতীত।
চোখের সামনে ভেসে উঠে-ভয়াল সেই দৃশ্য,
এখনো মনে করিয়ে দেয় অগ্নিবানে-জলন্ত প্লাবনে-
পুড়িয়ে দেয়া মানুষের কংকাল দেখার দৃশ্য মনে পড়ে।
লাল সবুজের বাংলায় এখনো পোড়া গন্ধ ছড়ায় বাতাসে।
পিচাশের হুংকার-শুনতে পাই আজো-
ওরা মরেনি, আজো বেঁচে আছে গাপটি মেরে এই সমাজে।
প্রান খুলে বলতে চাই-
মরতে শিখেছি মরবো
শোক দিবসের এই হোক শ্লোগান-
মুজিবের সোনার বাংলা সোনায় মোড়াবো।