ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কামনা ইসলাম’র ‘রক্তাক্ত আগস্ট’

২০১৮ আগস্ট ১৫ ১৫:২৩:২৯
কামনা ইসলাম’র ‘রক্তাক্ত আগস্ট’







রক্তাক্ত আগস্ট

নিভে গেছে আলো, চারি পাশে কালো
শুধু লাশের ছড়াছড়ি,
নিথর দেহ পড়ে আছে
শূণ্য দোতলা বাড়ি।

নেই সাড়া শব্দ ছোপ ছোপ রক্ত
গড়িয়ে পড়ছে সিঁড়ি
এ-কি মৃত্যু, না-কি ধুলো ছড়াছড়ি?
রক্ত নদী স্রোতে মিশে
গেল সাগরের বুকে,

সোনালী সকাল আঁধারে ঢাকা
কেউ বলে না কিছু মুখে।
আকাশের বুক করে ধুক ধুক
মাটি ডাকে মমতা মেখে,

জোয়ারের পানি ভাটা গেল চলে
সব স্মৃতি ধুয়ে গেল আজ
‘দু’ চোখের জলে।
শোকে বিভোর করুণার সুর
উঠল বেজে মনে,
চলে গেল মহাবীর

আসবে না আর ফিরে।

রক্ত মাখানো রাজপথ গুলি
কেঁদে ছিল সেদিন বসে,
রক্তাক্ত আগস্ট যেন
না-হি দেখি আর বাংলাদেশের বুকে।

এত রক্ত,কত রক্ত
এর কি নেই শেষ ?
জীবনের বিনিময় আমরা পেয়েছি
সোনার বাংলাদেশ।