ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে জাতীয় শোক দিবস পালিত

২০১৮ আগস্ট ১৫ ১৭:৫৭:৫২
জামালপুরে জাতীয় শোক দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা কর্মসুচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পন, র‌্যালি, আলোচনা সভা, কাঙালীভোজ, সেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসুচি পালিত হয়েছে।

বুধবার সকালে স্থানীয় ভুমি অফিস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জামালপুর প্রেসক্লাব,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেজাউল করিম হীরা এমপি, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক কবির উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রমুখ।

(আরআর/এসপি/আগস্ট ১৫, ২০১৮)