ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩০ কিঃমিঃ জুড়ে তীব্র যানজট

২০১৮ আগস্ট ১৫ ১৮:১০:০৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩০ কিঃমিঃ জুড়ে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি : দেশের লাইফ লাইন খ্যাত একমাত্র বাণিজ্যিক সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা অংশে প্রায় ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

বুধবার সকালে কুমিল্লার চান্দিনা এলাকা হতে যানজট শুরু হয়ে মেঘনা সেতু পর্যন্ত এবং নারায়নগঞ্জের কাচঁপুর এলাকা হতে শুরু হওয়া যানজট দাউদকান্দি ছাড়িয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এর দীর্ঘতাও।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, মাত্রাতিরিক্ত পণ্যবাহী যানবাহনের চাপ, মঙ্গলবার সন্ধ্যায় নারায়নগঞ্জের মোগড়াপাড়া শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফেনীর মহিপালে রেলওয়ে ওভারপাসে যানজটের প্রভাব এসে পরে দাউদকান্দি ও মেঘনা অংশে। ধীরে ধীরে যানজটের দীর্ঘতা বাড়তে থাকে।

বাস যাত্রীরা জানান কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে রওনা হয়ে দীর্ঘ সময় পাড়ি দিয়ে দাউদকান্দিতে একই স্থানে ৪ থেকে ৫ ঘন্টা আটকে আছি। কখন যে ঢাকা পৌছবো তা অনিশ্চিত।

যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে পুলিশের পাশাপাশি দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছেন।

বিকেলে যানজটের তীব্রতা আরো দ্বিগুন বৃদ্ধি পায়। টানা দুই দিনব্যাপী যানজটে চরম ভোগান্তীতে পড়েন যাত্রী ও চালকগণ। বিশেষ করে বিদেশগামী হজ্বযাত্রী, রোগীবাহী এ্যাম্বুলেন্স ও অসুস্থদের চরম বিপাকে পড়তে হয়।

(এইচকেজি/এসপি/আগস্ট ১৫, ২০১৮)