ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

রিয়াজুল ইসলাম রিয়াজ’র ছড়া

২০১৮ আগস্ট ১৮ ১৩:০৭:৩৯
রিয়াজুল ইসলাম রিয়াজ’র ছড়া







আগস্ট মাসটি না থাকলে!

আগস্ট মাসটি না থাকলে
পেতোনা ব্যাথা দেশ,
আগস্ট না আসলে বুঝি -
হতোনা মুজিব শেষ!!

আগস্ট মাসটি কেন যেন
আওয়ামীলীগের কাল,
কলঙ্কিত সেই পঁচাত্তর যে--
আবার দেখে চার সাল!

পনেরোয় করেছে পিতৃহারা
একুশে টার্গেক কন্যায়,
বাড়ি ভাসিয়েছিল রক্ত সাগরে -
অফিস ভাসায় রক্তবন্যায়!

'পঁচাত্তর পনেরো' সৃষ্টি মূলে যে বাপ
'চার একুশ' সৃষ্টিতে তার ছেলে,
পঁচাত্তরের কলঙ্ক মোচন হলেও -
চারের খুনি যায়নি জেলে!

জাতিরপিতা বঙ্গবন্ধু দিয়েছেন যে --
স্বাধীন সোনার দেশ!
পিতার আদর্শের যোগ্যকন্যা! তা -
উন্নতি করেছেন বেশ!

পনেরো আগস্ট যার পরিবারের প্রায়-
সবাই দিয়েছে প্রাণ,
একুশে আগস্ট তাকে মারতেই এবার -
বোমা, গ্রেনেট, গান!!

এতো প্রাণ নিয়ে যারা এ দেশের -
মানুষকে করেছে বঞ্চিত,
তাদের ঘৃণ কর্মের শাস্তি এ জাতি--
যতনে রেখেছে সঞ্চিত!!

ইতিহাস কাউকেই করেনি ক্ষমা !
করবেও না, সেটাই বিশ্বাস!
একান্ত কামনা, পাপিদের শাস্তি -
দেখে তবে থামুক নিঃশ্বাস!!