ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

অনিতা রানী হালদার’র ছড়া 

২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৫:০০:৪১
অনিতা রানী হালদার’র ছড়া 







শরৎ তুমি

উড়ো-উড়ো মেঘের ভেলায়
শরৎ এলে তুমি,
ভোরের শিশির ঘাসের ডগায়
শান্ত ধরা ভূমি।

শরৎ তোমার আগমনে
কাশ ফুলেরা হাসে,
জল থইথই ঝিলের বুকে
শাপলা শালুক ভাসে।

প্রকৃতিটা তখন যেনো
রূপের রানীর সাজ,
বৃষ্টি ধারায় ভাসিয়ে নেয়া
নয়কো মেঘের কাজ ।

শরৎ এলে চাঁদের আলো
হয় মনোহর অতি,
স্নিগ্ধ রাতের জ্যোছনাযেন
বাড়ায় মনের গতি।

শিউলী ফুলের সুগন্ধী যে
বাতাস থাকে মিশে,
পাগলা হাওয়ায় ঢেউ খেলে যায়
সবুজ ধানের শীষে।