ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

রসুনেই ভ্যানিশ হবে ব্রণ  

২০১৮ সেপ্টেম্বর ১২ ১৭:০৪:২৯
রসুনেই ভ্যানিশ হবে ব্রণ  

লাইফস্টাইল ডেস্ক : আপনার সুন্দর মুখে ব্রণ এক অস্বস্থিকর ব্যাপার। সেজেগুজে কোনও এক অনুষ্ঠানে বের হচ্ছেন। কিন্তু মুখের মধ্যে বেয়াড়া ব্রণটিকে জব্দ করবেন কীভাবে? বাজারে চলতি অনেক প্রসাধনী ব্যবহার করেও ফল মেলেনি। কিন্তু জানেন কি, হাতের সামনেই এমন এক মহৌষধ আছে, যা ম্যাজিকের মতো ভ্যানিশ করে দেবে আপনার মুখের ব্রণ।

সম্প্রতি এক রূপ বিশেষজ্ঞ জানিয়েছেন, কাঁচা রসুনের কোয়া ব্রণ সারিয়ে তুলতে পারে সঙ্গে সঙ্গে। রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রাতে ব্রণ বা মুখের দাগের উপর রসুনের রস লাগালে, সকালে তা অনেকটাই মিলিয়ে যায়। এমন নয় যে তা আবার ফিরে আসে। আসলে ব্রণ সারিয়ে তুলতে রসুনের জুড়ি মেলা ভার।

কীভাবে রসুনের রস লাগাতে হবে ব্রণে?

রসুনের কোয়ার যে কোনও একটি দিক খানিকটা কেটে নিতে হবে। তারপর ওই কাটা দিকটা ব্রণের উপর ঘষলেই সরাসরি ব্রণে পৌঁছবে রসুনের রস। মুখের হোয়াইটহেসডের ক্ষেত্রেও এই রস কার্যকরী।

যে কেউই এই রস লাগাতে পারেন। তবে কার ত্বক কী রকম, তার উপর পুরোটা নির্ভর করছে। যদি রসুনের রস লাগানোর সঙ্গে সঙ্গে কারও ত্বকে জ্বালা হয, তবে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)