ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

ফুলবাড়ীতে দৈনিক বাংলাদেশের খবরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৮ সেপ্টেম্বর ১৫ ১৭:৪৫:৪৭
ফুলবাড়ীতে দৈনিক বাংলাদেশের খবরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের প্রচারবহুল দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি প্রভাষক রীতা গুপ্তা’র সার্বিক ব্যবস্থাপনায় এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় বিকেলে দৈনিক দেশ মা পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি প্রভাষক রীতা গুপ্তা’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত শীল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি রাকিব হাসান জনি, দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক বিশিষ্ট শিল্পপতি রাজু গুপ্তা, ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ গুপ্তা, দৈকিন আজকের প্রতিভা প্রতিনিধি আনোয়ার সাদত, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক আমার সময় প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

শেষে যৌথভাবে অতিথিদ্বয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একে অপরকে কেক ও মিষ্টি দিয়ে শুভে কামনা করেন বাংলাদেশের খবর পত্রিকার আগ্রযাত্রার।

(এসিজি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৮)