ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

ইউজিসি স্বর্ণ পদক পেলেন শহীদ জাতীয় নেতা কামরুজ্জামানের কন্যার পুত্র তানভীর

২০১৮ সেপ্টেম্বর ১৭ ২৩:১০:৫২
ইউজিসি স্বর্ণ পদক পেলেন শহীদ জাতীয় নেতা কামরুজ্জামানের কন্যার পুত্র তানভীর

স্টাফ রিপোর্টার : দেশের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির মৌলিক গবেষণায় অনবদ্য অবদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে দ্বিতীয় বারের মত ইউজিসি গোল্ড মেডেল ২০১৬ গ্রহণ করেন শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের কন্যার পুত্র তানভীর ফেরদৌস সাঈদ।

পদক গ্রহণ করে তানভীর উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এই পদক আমি আমার নানা শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের উদ্দেশ্যে নিবেদন করলাম। তিনি খুব বিদ্যানুরাগী ছিলেন, অবশ্যই ওপার থেকে দেখে খুশি হবেন উনার সবচেয়ে বড় নাতিরএই অর্জন। তিনি ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যাবার প্রবল ইচ্ছা পোষণ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন!

উল্লেখ্য, তানভীর ফেরদৌস সাঈদ দেশের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির মৌলিক গবেষণায় অনবদ্য অবদানের জন্য ইউজিসি গোল্ড মেডেল ২০১৩ লাভ করেছিলেন।

(আর/পি/টি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)