ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

দীপক চক্রবর্তী’র একগুচ্ছ ছড়া

২০১৮ সেপ্টেম্বর ১৯ ১৪:৪৬:২২
দীপক চক্রবর্তী’র একগুচ্ছ ছড়া







ছড়া- ১

গল্প বলি অল্প-অল্প
আছি সবে বেশ,
কাক পক্ষী ধান খাচ্ছে
এইতো মজারদেশ !

কুত্তা গুলো কয়লা খেলো
সোনা খেলো ইঁদুরে,
এসি ঘরে থেকে-থেকে
বর্ণ হলো সিঁন্দুরে ।

খাচ্ছে টিআর কাবিখা-টা
ভরছে কাকেরপেট,
গল্প বলে কি আর হবে
হচ্ছে মাথাহেট !

ছড়া-২

কোনটা আসল কোনটা নকল
কেমন করে বুঝি ?
কোনটা সঠিক কোনটা বেঠিক
কেমন করে খুঁজি ?
কোনটা সোজা কোনটা বাঁকা
কোনটা আবার গোল,
হিসাব নিকাশ করতে গিয়ে
খাচ্ছে মাথাদোল !

আসল থেকে নকল গুলোর
বড্ড রঙের বাহার ,
অতো কিছুর ধার ধারিনা
চক্ষু বুজেই আহার।

গোলক ধাঁধাঁয় মত্তো হয়ে
নিত্য ধ্যানে মন,
তাই ভেবেছি চুপটি থেকে
কাটাই বাকি জীবন ।

ছড়া- ৩

হঠাৎ করে হতে পারে
বড় একটা নিম্ন চাপ,
চারিদিকে গুরু গম্ভীর
যাচ্ছে বুঝা তারই ভাব।

ঘর সামলাও দোর সামলাও
সময় থাকতে দাও প্যালা,
শক্ত দেখে লাগাও খুঁটি
নইলে পাবে ঢের ঠ্যালা !

উঁই পোকাতে ভিত খেয়েছে
ইঁদুরেই বসবাস,
কষ্ট করে ভিত গুছিয়ে
আরাম করো বারো মাস।