ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় ভুয়া পুলিশের পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৫:৩০:৫১
পাংশায় ভুয়া পুলিশের পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশায় ভূয়া পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা পূর্বক অর্থ গ্রহণের অভিযোগে দায়েরকৃত মামলায় অপু রায়হান (৩২) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, আসামী অপু রায়হানের বিরুদ্ধে ভূয়া পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা পূর্বক টাকা দাবী ও গ্রহণের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মৈশালা বাজারের চাউল ব্যবসায়ী কামাল উদ্দিন বাদী হয়ে অপু রায়হান ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১৮, তারিখ ১৮/০৯/১৮ খ্রি.। ধারা ১৭০ পেনাল কোড-১৮৬০। মামলাটি সাব-ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম তদন্ত করছেন।

(এমএইচ/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)