ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত 

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৭:২৪:১৯
আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক, শিক্ষিকা, বিদ্যোৎসাহী, কর্মকর্তা ও কর্মচারির তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ঠ কমিটির প্রকাশিত তালিকা অনুযায়ি উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ উপজেলার মৃধা শ্রেষ্ঠ শিক্ষক, গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তারকে শ্রেষ্ঠ শিক্ষিকা নিবাচিত হয়েছেন।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রণয়নকৃত তালিকায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ওই বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শ্রেষ্ঠ কাব শিক্ষক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কালাম ও ঝড়েপড়া শিক্ষার্থী রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পাকুরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)