ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাদারীপুরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৭:৫৬:৩৬
মাদারীপুরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুটিয়া মাতুব্বর বাড়ীর উঠানে বুধবার রাতে ৩ ঘন্টাব্যাপী মাদক সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল কমিটির উদ্যোগে এলাকার সচেতন পরিবার ও যুবকসহ সকল শ্রেণীর জনগণকে নিয়ে সচেতনতামূলক মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা সভায় আকতার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান ও বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, সমাজে অপরাধীর সংখ্যা খুবই কম। জনগণ পুলিশকে মাদক ব্যবসায়ী, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তারা সমাজে কোনো স্থান পাবে না। ইভটিজিং, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করাসহ সমাজ থেকে সব অপরাধ দূর করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।

এসময় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকেও এগিয়ে আসার আহবান জানানো হয়।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)