ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মান্দায় সজনী বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৭:৫৭:৫৫
মান্দায় সজনী বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় গৃহবধূ সজনী বেগম (৩০) হত্যা মামলার সন্দেহভাজন আসামি শরিফুল ইসলাম পচাকে (২২) বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পচা উপজেলার চকজামদই মুচির মোড় এলাকার আজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, গৃহবধূ সজনী বেগম হত্যার ঘটনায় ভাই তয়জুল ইসলাম বাদি হয়ে নিহতের স্বামী ওয়াজেদ আলীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতারকৃত পচা ওই হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া (আতারপুকুর) গ্রামে প্রতিবেশি আব্দুল খালেকের বাড়ির পেছনে পায়খানার সেফটিট্যাঙ্ক থেকে গৃহবধূ সজনী বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী ওয়াজেদ আলীসহ আসামিরা পলাতক রয়েছে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)