ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

বদরুল হায়দার’র দুটি কবিতা

২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৫:২৬:৩২
বদরুল হায়দার’র দুটি কবিতা







ডিজিটাল হাটে

ডিজিটাল হাটে তোমাকে ভালোবাসাটা কষ্টকর।
মন খেলাপীর আল্টিমেটামে কোন্দল পুর্নবহালের
হুশিয়ারি। তুমি দ্বৈত প্রেমের আন্তঃকলহে লঙ্ঘিত করো
হৃদয়ের তদন্ত প্রক্রিয়া।

যৌথ শান্তনার ঘোষিত শাসনে তুমি ওয়াইফাইতে
নিয়ন্ত্রণ করো প্রেমের কবিতা। ওয়াগন ভরা
দুঃখ বরাত নিয়ে বিপদজ্জনক করো রসিকতা।

বিকেন্দ্রীকরণে মনের দি¦গুণ বিভাজনে তুমি
নিখোঁজ স্বপ্নের স্মৃতিযানে টানো সুযোগের র‌্যাংকিং
আমি ভালোলাগা বয়কটে হারিয়েছি
প্রেমিকের দিল খোলা ব্যাংকিং।

সমতুল্যের উচ্ছেদে তুমি সাপ্লাই চেইনে বিচ্ছেদের
ওভার ফ্লাইতে ওড়ে বেড়াও ভালোবাসায়। বেদনার
প্রতিবেদনে প্রেমের ভাগ্যচক্রে যোগ হয় পরাজয়।

সিসি টিভির গোপন চোখে প্রেমের ইস্যুতে তুমি
পছন্দের টপচার্টে জব্দ করো প্রেমের নগর।আমি
পরজীবী অবজ্ঞার পাঠে তোমার
চরণ ঘাটে গড়ি পারাপার।


ভালোবাসার অভিমানে


তোমাকে ভালোবাসার অভিমানে মন বপন করেছি জলে।
নজরদারিতে তোমার গোপন উড়াউড়ি জলকুঁড়ি শ্রাবণের
বৃষ্টি হয়ে ঝরে পড়ে কোলাহলে।

দুঃখের দীর্ঘছায়া তীর ছোঁড়ে মনের কিনারে। ব্যর্থতার
হুমকীতে মায়ায় জড়ানো অনুভুতি অক ূল পাষাণে দিয়েছি বিরতি।
আমি প্রেম তাড়ানোর মন্ত্রধ্যানে তোমার মনের
ডিজিটালে খুঁজি ঘুমন্ত অতিথি।

সংখ্যা তত্ত্বের ভগ্নাংশে তুমি বাড়তি স্বপ্নের সারাংশে
ফাঁস করো অমিমাংসীত ইতিহাস। আন্তরিক বিনিয়োগে
আমি প্রযুক্তির পরিহাসে অযাচিত মেঘে ভাসি হরিদাস।

তুমুল উত্তেজনায় বংশ বিস্তার করে হারাধন। মনভেজা
করুণায় প্রেমের দর্শনে। তুমি বর্ষণ মুখর আনন্দের
জয়গানে ডুবাও অন্তর।

অবহেলার কাঁদামাটিতে গড়াগড়ি খায় অচিন খেলায়।
মেট্রোপলিটন মনের বরণ অপহরন গবলিনে ঢেকে থাকে
আমরণ। আমি বর্ষাজলে তোমার উপকূলে
মিষ্টি লবণাক্ত ভুলে অধিক বেদনা ঘিরে মিলনের
অপার প্রান্তর।