ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফয়সাল হাবিব সানি'র প্রেমের কবিতা

২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৫:২৭:৩৮
ফয়সাল হাবিব সানি'র প্রেমের কবিতা







কেউ বলেনি

কেউ বলেনি `কাছে এসো, একটুখানি হাত ছুঁয়ে যাও'
কেউ বলেনি `পাশে বসো, ভালোবেসে সব রাত ধুয়ে দাও'
কেউ বলেনি `শরীরজুড়ে তোমার জন্য ভীষণ জ্বর!'
কেউ বলেনি `তোমার জন্য বুকের ভেতর তুমুল ঝড়!'
কেউ বলেনি `ভালোবাসি, তাকিয়ে ওই অবাক চোখে!'
কেউ বলেনি `সরো! সরো! লজ্জা পাবে জানলে লোকে'
কেউ বলেনি `তোমার চোখে কিসের এমন রক্ত জমাট!'
কেউ বলেনি `অাসব অামি, খোলা রেখো হৃদয় কপাট'
কেউ বলেনি, `তোমার বুকের বাঁ পাশে ওই ম্যাজিক ক্ষত!'
কেউ বলেনি `অামিই তোমার, তুমিও ঠিক অামার মতো'
কেউ বলেনি `লুকিয়ে অমন বুক ফুঁপিয়ে কাঁদছো কেনো'
কেউ বলেনি `অামিই অাছি, তবু অন্য কাউকে ভাবছো যেন!'
কেউ বলেনি `তোমার জন্য- এই জনম হেলায় কাটিয়ে দেবো'
কেউ বলেনি `তোমার চুলের বিনিসুদ্ধ- নতুন শ্যাম্পুর গন্ধ নেবো'
কেউ বলেনি `অামার মতো ভালোবাসবে না তো কেউ'
কেউ বলেনি `তোমার যাওয়ায় বুকের কোথাও তুফান ঢেউ!'

কেউ বলেনি কোনো কথা, কেউ তো কোনোদিন
তবু তোমার জন্য বাড়ছে শুধুই- অামার পদ্মপাতার ঋণ!