ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পাষাণ উজ্জল’র কবিতা

২০১৮ সেপ্টেম্বর ৩০ ১৫:৩৪:৫৯
পাষাণ উজ্জল’র কবিতা







কালো বলে

কাজল নয়নের শ্যামা মেয়ে
মেঠো পথের ধুলোর গায়ে,
চঞ্চল পায়ে বাঁজে নূপুর
একলা ঘরের বিরহী দুপুর।

পদ্মজলের অথৈ তলে
স্বপ্ন স্নানের উৎসব চলে,
শংখরাগে সাঁঝের বেলায়
আরাদ্ধমনে ঠাকুর-দেবতায়।

নদীর বাঁকে চায় সে যাকে
রাজকুমারের ছবি আঁকে,
রাত প্রভাত হয় বাসর ধ্যানে
শিবের মাথায় দুগ্ধ স্নানে।

ঝন-ঝনা-ঝন বাঁজছে কাসর
কালো কন্যার বিয়ের আসর,
নিয়ন আলোর নাই বসোতি
জোঁনাক পোকার মাতামাতি।

সন্ধ্যা ঘনিয়ে নামলো আঁধার
লগ্নে এলো রাজার কুমার,
শুভদৃষ্টে-ই কালো রাঁধরে
আলো নিভে-স্বপ্ন স্বাধরে।