ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত চ্যানেল আই প্রত্যাশার চেয়ে বেশি কিছু করে : ভূমিমন্ত্রী

২০১৮ অক্টোবর ০১ ২১:৫৯:৫১
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত চ্যানেল আই প্রত্যাশার চেয়ে বেশি কিছু করে : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : চ্যানেল আইয়ের ২০ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে আদর্শে উজ্জীবিত হয়ে চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলে। বাংলাদেশের অগ্রগতির পথে চ্যানেল আইয়ের অবদান অসামান্য। রাজনীতির প্রেক্ষাপটেও এই চ্যানেলটির ভূমিকা অসাধারণ। সোমবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানে শুভেচ্ছা জানান ভূমিমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরো বলেন, চ্যানেল আইয়ের পদচারণা যখন শুরু হয়, তখন দেশে টিভি চ্যানেলের সংখ্যা ছিল একবারেই নগণ্য। পরবর্তীতে চ্যানেল আই এর অনুপ্রেরণা পেয়ে অনেক চ্যানেল যাত্রা করেছে। তবে চ্যানেল আই অনন্য।

আগামীতে চ্যানেল আইয়ের কাছে কি প্রত্যাশা করেন- এমন প্রশ্নে ভূমিমন্ত্রী বলেন, চ্যানেল আইয়ের কাছে প্রত্যাশা করতে হয় না। তারা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু করে। এসময় তিনি বলেন, ‘দেশের কৃষক, শ্রমিকের অগ্রগতির জন্য আরো অনন্য ভূমিকা রাখবে চ্যানেল আই সেই প্রত্যাশা করি। শুভ কামনা চ্যানেল আই।’

(এসকেকে/এসপি/অক্টোবর ০১, ২০১৮)