ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পাষাণ উজ্জল’র কবিতা

২০১৮ অক্টোবর ০৫ ১৬:৫৬:০৯
পাষাণ উজ্জল’র কবিতা







শিরোনামহীন

তুই হেরে যাস বারবার বিজয়ী শীরে
উচ্চ হাসির অট্টালিকা ভূপাতিত হয় দীর্ঘশ্বাসে
কফিনে মোড়ানো সাদা অমৃত যৌবন
ছুয়ে যায় উত্তর দক্ষিণের শিথান
বালুর পথের লবনাক্ত পদচিহ্নর জল
তৃষ্ণা মেটায় পিপাসু চাতকের
এক-ই গন্তব্যে আমি আর তুমি সামান্য ফারাক
শ্রষ্ঠার শাহাদাত হলেন, আজরাঈলের খোরাক
পুলসিরাতের পাদদেশে জমানো খোয়াব
তোর বিজয়-ই স্বর্গের কলরব
বাঁ পাশে-ই জমানো মোর শত চুম্বনের আদুরে ললাট
আমার বিজয়ে-ই খুলিবে যে তোর বেহেশতের কপাট।