ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পাষাণ উজ্জল’র কবিতা

২০১৮ অক্টোবর ১২ ১৭:১১:০৫
পাষাণ উজ্জল’র কবিতা







প্রেম

বহু ক্লেশ কাটার পর
স্বরুপে-সম্মুখে,অচেনা আমি
অচেনা ছায়ার মত বাহুযুগল-
চোখ,ঠোঁট গোটা অবয়ব।
দুয়ারটা খোল-
তোমার দেহে ভর করবো আত্মা সমেত
যে চিত্র তুমি হরণ করেছো
দখল নেবো তার
পূর্ণতা চাই তোমার ছায়ায় স্নান সেরে।
যান্ত্রিক রথ্ প্রচন্ড পিড়া দেয়
হাসতে পারিনা এ্যাক্সেলেটরের বিঁধঘুটে চিৎকারে
ছুঁয়েছিলে বলে-ই-তো
প্রাণকে প্রাণ,দেহঘড়ি,সমস্ত হাসিটা আমার
অদৃশ্য সুতোয়,অচেনা র্স্পশে
যন্ত্রণা তীব্র গতিতে বিলীন।
মন চাইলেও মান রক্ষা
ভোমরায় বন্দী জীবন
মধুর গুনগুনানী অচেনা হয়ে
অপ্রিয় হেমলক,
বিষাদী অপ্সরীর-যমদুতে সহবাস।