ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

রোহিঙ্গা শরনার্থীদের গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘দ্যা রিফিউজি’

২০১৮ অক্টোবর ১৪ ১৭:০৬:১২
রোহিঙ্গা শরনার্থীদের গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘দ্যা রিফিউজি’

বিনোদন ডেস্ক : টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরকার ফিল্ম স্টুডিও’স এর ব্যানারে ১২ অক্টোবর মুক্তি পেয়েছে অনিক কান্তি সরকারের পরিচালনায় ‘দ্যা রিফিউজি’। অন্তর্জালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলের আলোচনায় আসে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রের কাহিনী সম্পর্কে পরিচালক জানান, ‘মিয়ানমারের জাতিগত দাঙ্গা থেকে বাঁচতে বাংলাদেশে চলে আসে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরনার্থী। বাংলাদেশে আসার পর বিভিন্নপ্রতারক চক্রের মাধ্যমে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তারা।এধরনের বাস্তব ঘটনার পটভূমি থেকে কাহিনীটি অনুপ্রাণিত’।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কাজী রাকিব, নোমান হোসাইন, জাকির হোসেন রাসেল, জুবায়ের আহমেদ, নুরুল কাউসার মানিকসহ আরও অনেক কলাকুশলী। চিত্রগ্রহণ করেছেন রাহুল সরকার।

চলচ্চিত্রটি সম্প্রতি ১০ম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)