ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

পাষাণ উজ্জল’র কবিতা

২০১৮ অক্টোবর ১৪ ১৭:৫৪:২৩
পাষাণ উজ্জল’র কবিতা







নোনা জল ছোয় সাদা বক

টাইগ্রীস এর উপর বাষ্পে ভর করে
নোনা জল ছোয় সাদা বক্
গঙ্গাস্নানে নয়, নোনা জলে-ই পবিত্রতা।
লেলিহানের স্ফুলিঙ্গে বাসা বেঁধে-
অট্টহাসিতে মুগ্ধ করে সমস্ত পৃথিবী,
ভালোবাসা অনুভব করে আগুনের মাঝে।
ক্রোধ আর ঘৃণায় বন্দুক তাক্ করে-
হেসে বলে, এক গ্লাস পানি দাও।
নিঃস্তেজ যৌবন আজ উম্মাদ
একবিন্দু শিশির পাওয়ার জন্য।
কাগজে নয়, পৃথিবীর সমস্তাটায়-
তোমার নাম লিখতে চাই।
বাঁশের কঞ্চি, মশার কয়েলে নয়-
যন্ত্রণা দিয়ে তাড়াতে চাই,
সমস্ত বিভৎসতা,ক্ষুধা,হত্যা আর তোমাকে।
তোমার শুণ্যতায় পৃথিবী অনুভব করবে
উৎসব, পরিচ্ছন্নতা, পবিত্রতা।
আমাকে নয়, ধরিত্রীর জন্য
আমার হৃদয়পুর থেকে
তোমার যে বিদায় নিতে-ই হবে।