ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

বায়ু দূষণ দীর্ঘমেয়াদে কিডনি রোগের ঝুঁকি বাড়ায়

২০১৮ অক্টোবর ১৬ ১৫:৪৭:০৮
বায়ু দূষণ দীর্ঘমেয়াদে কিডনি রোগের ঝুঁকি বাড়ায়

স্বাস্থ্য ডেস্ক : বায়ু দূষণের কারণে ক্রনিক বা দীর্ঘমেয়াদে কিডনি রোগে (সিকেডি) আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।

ডায়াবেটিস, স্থুলতা, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ আছে এমন ব্যক্তিদের ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন গবেষকরা।

দূষিত বায়ুতে সীসা, পারদ ও ক্যাডমিয়ামের মত ভারী ধাতু থাকে। যা কিডনিতে ক্ষতিকর প্রভাব ফেলে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান গবেষক জেনিফার ব্রাগ-গ্রেশাম বলেন, “এটি ধুমপানের মত ক্ষতিকর, দূষিত বায়ুতে থাকা বিষাক্ত পদার্থ সরাসরি কিডনিতে প্রভাব ফেলে।”

“কিডনি রক্তের দূষিত পদার্থ ছাঁকার কাজ করে। যে কারণে শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি কিডনিতেই প্রথম প্রভাব ফেলে।”

এর আগের গবেষণাগুলোতে দেখা গেছে, বায়ু দূষণের কারণে হাঁপানি, অঙ্গে প্রদাহ, ডায়াবেটিসসহ প্রাণঘাতী নানা রোগের ঝুঁকি বাড়ে।

‘প্লস ওয়ান’ জার্নালে নতুন গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।

(ওএস/এসপি/অক্টোবর ১৬, ২০১৮)