ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, জঙ্গি সন্ত্রাসীরাই সংখ্যালঘু’

২০১৮ অক্টোবর ১৬ ১৭:১১:৪৭
‘বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, জঙ্গি সন্ত্রাসীরাই সংখ্যালঘু’

বাগেরহাট প্রতিনিধি : ‘দেশে বৈষম্যহীন উন্নয়নের ফলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন বাংলাদেশে দূর্গাপূজার সংখ্যা আগের থেকে তিনগুন বেড়েছে। এবার সারা দেশে ৩১ হাজার পূজামন্ডপে শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশে কোন সংখ্যালঘু নেই। সংখ্যালঘু হচ্ছে তারাই যারা দেশে জঙ্গী ও সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত।’

‘ধর্ম যার যার উৎসব সবার। আবহমান কাল থেকে এদেশের মানুষ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে সব ধর্মের অনুসারীরা মিলেমিশে সম্প্রিতির সাথে বসবাস করে আসছে। এবারও দেশে শান্তিপূর্নভাবে দূর্গাপূজা পালন করছে।’

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদরের হাকিমপুরে শিকদারবাড়িতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে এলিটফোর্স র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ একথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নির্বাচন গনতান্ত্রিক দেশের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হবে। ওই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা নতুন সরকার ক্ষমতায় আসবে এটাই স্বাভাবিক। এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা প্রত্যাশা করব এদেশে ১৮ কোটি মানুষের মধ্যে যারা ভোটার হয়েছেন তারা আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সবাই সম্মিলিত ভাবে সাহসের সাথে অংশ গ্রহণ করবেন। দেশ আমাদের, গণতন্ত্র আমাদের এর সুরক্ষা আমরা সম্মিলিত ভাবে নিশ্চিত করব। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দূর্গাপুজার গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে বিশেষ পর্যবেক্ষণে রেখেছি। সেগুলোতে গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

র‌্যাব মহাপরিচালকের সারদীয় দূর্গোউৎসবের মহাসপ্তমির দিনে হামিকপুরের শিকদার বাড়ির ৭০১টি প্রতিমা নিয়ে তৈরী দক্ষিণ এশিয়ার সর্ববৃহত পূজামন্ডপ ঘুরে দেখেন।

এসময়ে তার সাথে ছিলেন, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিকদার বাড়ি দূর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদারসহ আইনশৃখলা বাহিনীর পদস্থ কর্মকতরাা উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/অক্টোবর ১৬, ২০১৮)