ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

জামাল উদ্দিন আহমেদ’র কবিতা

২০১৮ অক্টোবর ২৪ ১৬:০৪:২২
জামাল উদ্দিন আহমেদ’র কবিতা







চোখের জলে

আমি সারাটি জনম কাঁদলাম
ক্ষয়ে ক্ষয়ে অঙ্গার হলে চোখের কর্ণিয়া
তবু সাগর হলোনা
এ কান্নার কী শেষ হবেনা
এ কান্নার কী আর ঘটবেনা অবসান
বিধাতা জানেন
জানেন আমার ইশ্বর
জানি না কবে আম মন উজাড় করে হাসবো
ন্ধদয়ের স্বপ্ন খেয়ায়
আনন্দেও তরী ভাসিয়ে
সকান্ধ্যা ভাসবো
আমি একান্নর অবসান চাই
আমি সুুখ চাই-শান্তি চাই
পৃথিবীর বুকে বাচাঁর মতে
বাচঁতে চাই।