ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

দীপক চক্রবর্তী’র ছড়া 

২০১৮ অক্টোবর ২৬ ১৪:২৯:০৮
দীপক চক্রবর্তী’র ছড়া 







শীতের বার্তা

আসছি আমি ক’দিন পরে
এটাই বলে রাখি,
আমার ভয়ে জড়ো-সড়ো
মানুষ পশু পাখি !

জন্ম আমার হিমালয়ে
নামটা হলো হিম,
আমায় দেখে ভয় কেনো পাও
নইতো আমি ভীম !

গদা আমারনেইকো হাতে
নেইতো আবার ডান্ডা,
সবায়কেনো ভয়ে কাঁপে
বড্ড আমি ঠান্ডা !

জীব- জানোয়ার পশু পাখি
থর-থরিয়ে কাঁপে,
কেমন আমার গতি বিধি
মানুষেরা মাপে !

আবার আমি আসছি ফিরে
তোমাদেরই মাঝে,
দেখা হবে সবার সাথে
সকাল বিকাল সাঁঝে।