ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

অনিতা রাণী হালদার’র ছড়া 

২০১৮ অক্টোবর ৩১ ১৫:২৩:১৫
অনিতা রাণী হালদার’র ছড়া 







মেঘ বালিকা

মেঘ বালিকা ছুটছো কেনো
একটু বসে যাও,
তোমার চলার তালে-তালে
চমকে ওঠে গাঁও !
মাঝে-মাঝে কালো রূপে
আকাশ ফেলো ছেয়ে,
সূর্য প্রভা হারিয়ে ফেলে
তোমার বাঁধা পেয়ে।
নীল গগনের মাঝে তোমার
কী যে দারুন বেশ;
সেজে ওঠো রূপের রাণী
ছড়িয়ে এলো কেশ।
আবার হঠাৎ মেঘ বালিকা
বৃষ্টি হয়ে ঝরো,
শাসন বারন না শুনে সব
ইচ্ছে মতো করো।
বাতায়নের পাশে যখন
তোমায় ছুঁয়ে দেখি,
আপ্লুত হই আনন্দ পাই
নয়তো মোটেই একি !
নিরেট ভালোবাসা মনের
সবটা তুমি নাও,
তোমারপ্রেমের ছন্দ দিয়ে
ময়লা ধুয়ে দাও ।