ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতে সিইসির নির্দেশ

২০১৮ নভেম্বর ১৪ ১৪:৩২:৫২
প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতে সিইসির নির্দেশ

স্টাফ রিপোর্টার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা এবং সকল প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার (১৪ নভেম্বর) ইসি ভবনে আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

নির্বাচন উপলক্ষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জন্য এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালন ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠ রাখা হয়। কেন্দ্র ও বুথ নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৪, ২০১৮)