ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

চোখের সৌন্দর্য বাড়াতে সাদা কাজল

২০১৮ নভেম্বর ১৪ ১৮:১৮:৩৫
চোখের সৌন্দর্য বাড়াতে সাদা কাজল

লাইফস্টাইল ডেস্ক : চোখ ও ভ্রুর সৌন্দর্য বাড়াতে সাদা কাজল বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। জেনে নিন এর ব্যবহার।

১.আইশ্যাডোর বেইজ হিসেবে চমৎকার কাজ করে সাদা কাজল। আঙুলের ডগায় সাদা কাজল নিয়ে ধীরে ধীরে ঘষে বসিয়ে নিন চোখের উপর। তারপর ব্যবহার করুন আইশ্যাডো, কাজল কিংবা আইলাইনার। দীর্ঘক্ষণ থাকবে চোখের মেকআপ।

২.চোখের নিচের অংশে কোণার দিকে সাদা কাজল লাগান। বড় ও উজ্জ্বল দেখাবে চোখ।

৩.চোখের পাতার দাগ দূর করতে সাদা কাজল বুলিয়ে তারপর কনসিলার ব্যবহার করুন।

৪.ভ্রুর সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতে পারেন সাদা কাজল। আইব্রো পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিন। কোণায় সামান্য সাদা কাজল লাগিয়ে আঙুল দিয়ে ঘষে নিন।

৫.চোখের ভেতরের অংশে সাদা কাজল টেনে বাইরে দিয়ে বাড়িয়ে দিন। নতুনত্ব আসবে চোখের সাজে।

(ওএস/এসপি/নভেম্বর ১৪, ২০১৮)