ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ

২০১৮ নভেম্বর ১৯ ১৭:১৬:১৪
এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার : নীতিমালা লঙ্ঘন করে এসএসসি পরীক্ষার ফরম পূরণে যারা অতিরিক্ত টাকা আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসির ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধের আহবান জানান শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছেন তাদের এ টাকা ফেরত দিতে হবে। এর সাথে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০১৮)