ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

অস্কারের ৯১তম আসর উপস্থাপনা করবেন কেভিন হার্ট

২০১৮ ডিসেম্বর ০৫ ১৮:০৭:২৩
অস্কারের ৯১তম আসর উপস্থাপনা করবেন কেভিন হার্ট

বিনোদন ডেস্ক : আগামী বছর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছেন বিশ্ব চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসর।

এবারের আসরটি উপস্থাপনা করবেন মার্কিন কমেডি অভিনেতা ও প্রযোজক কেভিন হার্ট। ‘রাইড অ্যালং’খ্যাত এই অভিনেতা খবরটি নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, এবার আমি অস্কারের বিশেষ কিছু করতে যাচ্ছি। আমাকে চমৎকার এই সুযোগের দেওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি।

কেভিন হার্ট প্রথমবারের মতো অস্কারের অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন।

গত আসর উপস্থাপনা করেছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। তিনি কেভিনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অভিনন্দন। অ্যাকাডেমির পছন্দটি চমৎকার।

প্রথমবারের মতো অস্কারের অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব পেয়েছেন ডোনা গিগ্লিওটি ও গ্লেন ওয়েইস।

গত দুই বছর ধরে জিমি কিমেল অস্কার উপস্থাপনা করছিলেন। আয়োজনে ছিলেন মাইকেল দে লুকা ও জেনিফার টড।

(ওএস/অ/ডিসেম্বর ০৫, ২০১৮)