ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বিস্তারিত

পাঠাও-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি

২০১৮ ডিসেম্বর ০৬ ১৭:৩১:৫২
পাঠাও-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি

স্টাফ রিপোর্টার : রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ ক্রিকেট টিমের ওডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মাশরাফি বিন মুর্তজাকে পাঠাও-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

পাঠাওয়ের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার নতুন এই যৌথ যাত্রা সমাজে ক্ষমতায়ন, জীবনযাত্রার রুপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকরি ভূমিকা রাখবে বলে পাঠাও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পাঠাও-এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পাঠাও’এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি যে কীভাবে পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রেখে চলেছে। এমনকি দেশের বাইরেও পাঠাও তার সেবা’র ক্ষেত্র বিস্তৃত করেছে। একজন বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দৃঢ়তার সঙ্গে বলা যায়, লক্ষ লক্ষ্য মানুষের সময় ও অর্থ রক্ষা করবে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

(ওএস/অ/ডিসেম্বর ০৬, ২০১৮)