ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল প্রাণ

২০১৮ ডিসেম্বর ০৮ ১৫:১২:৩২
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল প্রাণ

স্টাফ রিপোর্টার : দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ঘোষিত বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল -প্রাণ)। বিবিধ উৎপাদন ক্যাটাগরিতে এএমসিএল’র বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে এবং তাদের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণ করে এ পুরস্কার দেয়া হয়েছে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কারটি এএমসিএল-এর প্রধান অর্থ কর্মকর্তা চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে তুলে দেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট ড. সুবোধ কুমার কার্ন, আইসিএমএবির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিয়ুর রাসুল বলেন, ‘পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের পুরস্কার আমাদের সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। পাশাপশি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণ ভবিষ্যতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, আইসিএমএবি ২০০৭ সাল থেকে এ পুরস্কার প্রদান করছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)