ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

অ্যাডিলেড টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত

২০১৮ ডিসেম্বর ০৯ ১৪:৪০:১৭
অ্যাডিলেড টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগেই 'দুর্বল' অস্ট্রেলিয়ার বিপক্ষে কাগজে-কলমে ফেবারিট হিসেবে ধরা হচ্ছিলো ভারতীয় ক্রিকেট দলকে। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টেও সে প্রমাণই দিচ্ছেন কোহলি-পুজারারা।

ম্যাচের চতুর্থ দিন শেষে চালকের আসনেই রয়েছে সফরকারী ভারত। শেষ দিনে ভারতের জয়ের জন্য দরকার ছয়টি উইকেট, স্বাগতিক অস্ট্রেলিয়াকে করতে হবে আরও ২১৯ রান। দিন শেষে ভারতের ছুঁড়ে দেয়া ৩২৩ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০৪ রান।

আগেরদিন ৩ উইকেট হারিয়ে ১৫১ রান করেছিল ভারত, লিড ছিলো ১৬৬ রানের। চতুর্থদিন লিডটাকে বাড়িয়ে ৩২২ রানে নিয়ে যান আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে পুজারার ব্যাট থেকে এসেছে ৭১ রানের ইনিংস। রাহানে করেছেন ৭০ রান। অফস্পিনে ১২২ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন।

৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ১১, উসমান খাজা ৮, মার্কাস হ্যারিস ২৬ ও পিটার হ্যান্ডসকম্ব ১৪ রান করে ফিরে গেলে মাত্র ৮৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা।

দিনের শেষভাগটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন শন মার্শ এবং ট্রাভিস হেড। মার্শ ৩১ ও হেড ১১ রান করে অপরাজিত রয়েছেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)