ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

নৌকায় ৫, হাতুড়িতে ৩

২০১৮ ডিসেম্বর ১০ ১৮:৪৭:১৩
নৌকায় ৫, হাতুড়িতে ৩

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির নৌকা প্রতীকে ৫ প্রার্থী ও হাতুড়ি প্রতীকে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির পলিট ব্যুরো সদস্য কামরূল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্তে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনের জোট সমঝোতার প্রয়োজনে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্তে এই প্রার্থীদের মধ্যে গতকাল (৯ ডিসেম্বর) ২৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

ওয়ার্কার্স পার্টি পার্টির প্রার্থীদের মধ্যে পাঁচজন ১৪ দলীয় জোটের প্রতীক নৌকা মার্কায় এবং তিনজন প্রার্থী দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করবেন তাদের মধ্যে রয়েছেন- ১) রাশেদ খান মেনন-ঢাকা-০৮, ২) ফজলে হোসেন বাদশা- রাজশাহী-০২, ৩) অ্যাড. মোস্তফা লুৎফুল্লা- সাতক্ষীরা-০১, ৪) অধ্যাপক ইয়াসিন আলী- ঠাকুরগাঁও-০৩ ও ৫) অ্যাড. টিপু সুলতান- বরিশাল-০৩।

হাতুড়ি প্রতীকের প্রার্থীরা হলেন- ১) হাজি বশিরুল আলম- কক্সবাজার-০১, ২) আহসান উল্ল্যাহ- কুমিল্লা-০৮, ৩) জহিরুল হক টুটুল- বরিশাল-০২।

(ওএস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)