ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

রহমান জীবন’র ছড়া

২০১৮ ডিসেম্বর ১১ ১৬:১৭:২১
রহমান জীবন’র ছড়া







ভোট

ভোট শুধু ভোটারের অধিকার তা- না
ভোট হল ক্ষমতার মূল কারখানা।
ক্ষমতার গদিটাতে বসা যদি লাগে
ভোট হয় প্রয়োজন সকলের আগে।

ভোট এলে ভোটারের দাম বাড়ে তাই
ভোট নিতে ছুটে আসে কত বোন-ভাই।
ভোট নিয়ে তারপর ক্ষমতাটা পেলে
সব যেন একেবারে হয় গোলমেলে।

রক্ষকই ভক্ষক হয়ে যায় নিজে
শাসক শোষক হয় আরো কত কি যে।
যুগে যুগে ভোটারেরা খেয়ে যায় মার
আসে না সুদিন ফিরে আমজনতার।