ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

‘শেখ হাসিনার হাত ধরেই গণমাধ্যমের বিকাশ ঘটেছে’

২০১৯ জানুয়ারি ২০ ১৫:১৯:৪৬
‘শেখ হাসিনার হাত ধরেই গণমাধ্যমের বিকাশ ঘটেছে’

স্টাফ রিপোর্টার : দেশের গণমাধ্যমের বিকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, তা সত্যিই অভাবনীয়। দেশের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করছে।

রবিবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য প্রেস’-এ তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে। আমাদের দেশে আগে এতোগুলো টেলিভিশন চ্যানেল ছিল না। এখন সম্ভবত ৩০টা চ্যানেল চলমান। আরও বেশ কয়েকটি অনএয়ারে আসবে খুব সহসাই। কলকাতায় কিন্তু এতোগুলো চ্যানেল নাই, বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ অনলাইন গণমাধ্যম আছে, সেগুলো অনেক দেশে নাই। এমন কি, ভারত তো আমাদের চেয়ে অনেক বড় দেশ, যদি আমরা পশ্চিম বাংলার কথা চিন্তা করি, সেখানে কিন্তু এতোগুলো অনলাইন মিডিয়া নাই। অনেক দেশেই নাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, এটি সত্যিই অভাবনীয়। সুতরাং গণমাধ্যমের বিকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তথ্যমন্ত্রীর দায়িত্ব নেয়া হাছান মাহমুদ আরও বলেন, ‘যেকোনো মাধ্যম বিকাশের পাশাপাশি সেই মাধ্যম যাতে রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে পারে সেটিও মাথায় রাখতে হয়। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।’

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)