ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

৩০ ডিসেম্বর বিএনপির ‘মহাবিপর্যয় দিবস’

২০১৯ জানুয়ারি ২৩ ১৬:১১:৪৮
৩০ ডিসেম্বর বিএনপির ‘মহাবিপর্যয় দিবস’

স্টাফ রিপোর্টার : বিএনপি ভোটের দিন ৩০ ডিসেম্বরকে ‘মহাবিপর্যয় দিবস’ হিসেবে পালন করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

বিএনপি নেতারা ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় বিপর্যয় দিবস’ পালনের কথা বলেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছে জাতীয় বিপর্যয়- এটি আসলে বিএনপির মহাবিপর্যয়, সেটা তারা পালন করতে পারে।’

তিনি বলেন, ‘একটি নির্বাচন করার আগে যে প্রস্তুতি দরকার, যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার...বিএনপির সবকিছু ছিল ত্রুটিযুক্ত, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৮০০ ক্যান্ডিডেটকে নমিনেশন দেয়া আমাদের দেশে কথনও ঘটেনি।’

হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন তাকে অভিনন্দন, দলের মহাসচিব হিসেবে তিনি প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছেন। এটি বাস্তবতা। এটি বিএনপির জন্য মহাবিপর্যয়ের দিন বলা যেতে পারে। তারা সেভাবে পালন করতে পারে।’

(ওএস/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)