ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

আবাহনীকে ৩-০ গোলে হারালো বসুন্ধরা কিংস 

২০১৯ জানুয়ারি ২৩ ২৩:৩৩:৫৯
আবাহনীকে ৩-০ গোলে হারালো বসুন্ধরা কিংস 

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী শেখ কামাল স্টোডিয়ামে আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

বুধবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণাণলয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্ধোধন করেন। এ সময় তিনি আন্তর্জাতিক মানের নীলফামারী শেখ কামাল স্টোডিয়ামে ফ্লাট লাইট স্থাপনসহ তা আরও আধুনিক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

খেলায় প্রধম ধাপে কেউ গোল করতে না পারলেও হাফটাইমের একটু আগে ও হাফটাইমের পরেদুটি গোল বসুন্ধরা কিংসের খেলোয়াররা আবাহনি ঢাকা ক্লাবকে দেয়। খেলায় বসুন্ধরা কিংস প্রথম থেকেই আবাহনীকে চাপের মধ্যে ফেলে ৩-০ গোলে জয় লাভ করেন। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছেন- মতি মিয়া, ড্যানিয়েল কোলিংড্রেস সোলেরা(বিদেশী তারকা), নাসির উদ্দিন চৌধুরী।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজি সালাউদ্দিন আহসেম্মদ, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিয়া শিরিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরন, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমূখ ।

উল্লেখ্য, নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম মাঠে আরও ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)