ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৫টি বাড়ী ভষ্মিভূত 

২০১৯ জানুয়ারি ২৩ ২৩:৪৬:৩৯
বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৫টি বাড়ী ভষ্মিভূত 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি বাড়ী ও কয়েকটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে পেড়িখালী বাজারে মজিদের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে এ অগ্নিকান্ড আশ-পাশ বাড়ীতে ছড়িয়ে পড়ে। আগুনে মজিদসহ পাশ্ববর্তী আজিজ, খালেক ও ময়নাসহ ৫টি বাড়ি ও কয়েকটি দোকান ভষ্মিভূত হয়। স্থানীয় লোকজন ও মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই মোংলা সার্কেলের এএসপি খায়রুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান, পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল ঘটনাস্থলে ছুটে যান।

পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল জানান, ক্ষয় ক্ষতির পরিমান ৫০ লক্ষাধীক টাকার বেশী। তবে এ অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

(এসএকে/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)