ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মানিক বৈরাগী’র দুটি অ কবিতা

২০১৯ জানুয়ারি ২৫ ১৫:৩৮:৫৯
মানিক বৈরাগী’র দুটি অ কবিতা







দুধের মাছি

সে দুধভাতে উৎপাত করা দুধের মাছি
অনাহারীর মুখে বাড়া ভাতের ভাগ দিছি
কইত সে ভাপ নাই, মা অন্য ঘরে সংসারি
ভাই বোন যে যার মতো একাই কলেজ পড়ি
না বুঝে না জেনে করেছি জামাত-শিবির
ভাত-আশ্রয়ে ছেড়ে দিবো দিবো শিবির
এভাবেই পার,পাশ করলো অনার্স-মাস্টার্স
এখন সে চাকুরি করে হচ্ছে স্বাবলম্বী গৃহস্থ
বাপ মা সবি আছে,উচ্চ বংশী পুত্র সে ধনীর
"মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ"মেনে
আশ্রয় পশ্রয় বিশ্বাসে পুষেছি এতিম সাবক।
আমি হই গর্দভ,সে জামাত শিবির জারজ।

দাঁত সামলাও নিজের

সত্য ও ন্যায়ের লড়াই একাই করতে হয়
পাশে থাকে না কেউ,আড়ালে টিটকারি কপচায়
মুচকি মুচকি হাসে কেউ কেউ অপর প্রান্তে
উপদেশ নির্দেশ পরামর্শ সাবধান বাণীও বর্ষণ করে
সত্যা মিথ্যার দ্রবণ মিশিয়ে তথ্য উপাত্ত ও হাজির করে লিখিত অলিখিত
পাঁদমারা আওয়াজের হুংকার শুনি মাঝে মাঝে
নারিচ্ছা বন্দুক বাঁশ পাতার ছুরিও দেখায়

কই কি
মেধাও কলমে যৌথশক্তি, দ্বৈত অস্ত্রের দ্বিগুন শক্তি
ওসব থুতু নয়, বালু দিয়ে চুদেছি বহু আগে
একাই লড়ি একাই বাঁচি
কারো ধারে না ধারাই দাঁত
দাঁত ধারাইওনা ধার করে
কাটা পড়ে নিজের জিভ।