ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মানিক বৈরাগী’র কবিতা

২০১৯ জানুয়ারি ২৮ ১৬:০৩:০৩
মানিক বৈরাগী’র কবিতা







কষ্টরা সুন্দর কাব্যময়

বেদনা আমার আত্মজা
দু:খ আমার ভাই
কষ্ট আমার পিতা
যন্ত্রনা আমার মা

তলপেটের ব্যথা বুঝে ছিলেন মা
দাঁতে দাঁত চেপে, ঠুট জোড়া আটকে
তলপেটের ব্যথা সয়েছিলেন মা মাই
বাবা
সওদাগরি তে ব্যস্থ এ জেলা ও জেলায়
মায়ের ব্যাথা আমার কানে বাজতো
ব্যথায় আমিও ককিয়ে উঠতাম মায়েরতলপেট সন্তানের জন্যও ব্যথা করে
মায়ের তলপেট অসুখ বিসুখেও ব্যথা করে
সেই ব্যথা কি বুঝেছিল আমার বাবা?
আমার ব্যথায় আমি মাকে চাই সান্তনায়
আমার ব্যথায় আমি মাকে চাই বেদনায়
আমার ব্যথায় আমি মাকে চাই মমতায়
আমার ব্যথায় আমি মাকে চাই যাতনায়