ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মানিক বৈরাগী’র দুটি কবিতা 

২০১৯ ফেব্রুয়ারি ১১ ১৫:২৯:৫৬
মানিক বৈরাগী’র দুটি কবিতা 








প্রচ্ছদে তস্কর আড়ালে ডাকাত


খোয়া যাওয়া ডায়রির পাতারা উড়ে আসে ঘুম চোখে,আমি ভেবাচেকা খাই
চোখে শীতল জলের ছাট লাগাই মতিভ্রম কাটেনা
লেপ-তোষকের ভেতর তুলার সুতায় রশি পাকায় সে
নেশাতোর রঙিন চোখে রাগে অভিমানে কি যেনো বলতে চায়,কার যেনো নাম
একবার একটি দাঁত উডিয়ে দিয়েছিল সে লালদিঘীর পশ্চিমপাড়ে
লোদি মিটমাট করে দিয়েছিল,সেই থেকে প্রতিদিন খোয়া যেতো এক টি একটি পাতা
গুচ্ছ করে কর্তন করেছিল খুন রাঙা হাতে হাসপাতালে
কোলাজ একটি বিকল্প চিত্রমাধ্যম নিপুন শিল্পীর হাতে
পোষ্টার হয়,দেয়ালচিত্র হয় আরো কত কি
কিন্তু কবিতা হয়না কখনো
পোষ্টারে ছাপা ক্যালিগ্রাফিও কবিতায় কোলাজ করতে যেয়ে খুন হয় বিভৎসতায়
আমরা তখনো ঘুমেছিলাম আফিমের ঘোরে
রক্ষণ শালা যখন তস্কর হয়ে গুছগাচ করে নেয় প্রচ্ছদে "অজ্ঞাত আগুন"জ্বলে পুড়ে যায় সবখানে।
আর আমি হালাই সেই ফাঁকিবাজ রাখালের মতো চিৎকার করতে করতে
কালো নেকড়ে এসে কেড়ে নেয় সব বাক
এটি বানানো তস্কর আর ডাকুর গল্প নয়
নগর লুট হওয়ার পর নাগরিক সভায় পাশ হয়,রাখালের ডাক শুনলে রেহায় পেতো
শিল্পের মৌল মেধাস্বত্ব

তুল্যমূল্য

ন্যায়ের পক্ষাবলম্বন রক্তজাত
তাই আমি বেদনা বিধৌত মানুষ

ক্ষুধার্থ সর্পকেও খাবার দেয়া স্বভাব
আহত নেকড়ে কে দেই আশ্রয় সেবা
ক্লান্ত শিংউছা বিরিষ কে দেই তৃষ্ণায় জল তাড়াখাওয়া শিকারি কুকুর পেয়েছে আশ্রয়

ওরা করেনি প্রতারণা, করেনি আঘাত
সর্প দিয়ে গেছে মণি
নেকড়ে দিয়েগেছে চোখ
বিরিষ দিয়েগেছে সাহস
কুকুর দিয়ে গেছে কৃতজ্ঞতা

মানুষ প্রাণী দিয়েছে আঘাত
মানুষ প্রাণী করেছে প্রতারণা
মানুষ প্রাণীই করেছে সর্বহারা
মানুষ প্রাণীই দিয়েছে মায়াবী যাতনা
কারন আমি মানুষ ভালোবেসেছি।