ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বইবাজার » বিস্তারিত

বইমেলায় সাকিব জামালের অনুবাদ ‘দ্য থিওরি অব এভরিথিং’

২০১৯ ফেব্রুয়ারি ১২ ১৫:১১:২১
বইমেলায় সাকিব জামালের অনুবাদ ‘দ্য থিওরি অব এভরিথিং’

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মহাবিশ্বের শুরু থেকে এর ক্রম পরিনতি কি হতে পারে - তা তিনি ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক সাতটি বক্তব্যে তুলে ধরেছিলেন । মহাবিশ্ব এবং সৃষ্টিতত্ত্ব তিনি সহজ সরলভাবে সাধারণ মানুষের বোধগম্য করে ফুটিয়ে তুলে ছিলেন তার বক্তৃতাসমূহে । এসব বক্তৃতার সংকলনই হলো এই বইটি- যা সারাবিশ্বে একটি বেস্ট সেলার এবং সর্বমহলে প্রশংসিত বই হিসেবে স্বীকৃত ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশুনার সময় থেকে সংগত কারণে স্টিফেন হকিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মে । কর্মজীবনে আমি ব্যাংকার হলেও পদার্থবিজ্ঞানের প্রতি প্রেম কমেছে বটে তবে বিচ্ছেদ হয়নি! সময় করে অনুবাদ করতে বসি এবার । যতটা সহজ সরল করা যায় । আশাকরি সবাই বইটি পড়ে মহাকাশ, মহাবিস্ফোরণ, কৃষ্ণগহ্বর ইত্যাদি বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন ।

অনুবাদটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান "অন্বেষা প্রকাশন" । বইমেলায় বইটি পাওয়া যাবে অন্বেষার প্যাভেলিয়নে- প্যাভেলিয়ন নম্বর ১৮ ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)