ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মানিক বৈরাগী’র কবিতা 

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৫:১০:১০
মানিক বৈরাগী’র কবিতা 







বসু

রাউফুন বসুনিয়া,বসু
মিছিলের উজ্জল মুখ
শ্লোগান মুখর গরিবের মাইক
ক্যাম্পাসের আলোকজ্জল মেধা
গ্রাম থেকে আসা তরুণ শিক্ষার্থির ঠিকানা।

বসু
যে জীবন সপেছ অকাতরে প্রাণ
জীবনবিদর্ণ আদর্শের পতাকা আজ ক্ষমতায়
হোস্টেল ক্যান্টিন ক্যাম্পাসের অনুকম্পারা আজ মন্ত্রী এমপি
তারা পতাকা উড়িয়ে তেলপুড়ে গাড়ী হাকিয়ে ঘুরে দিগ বিদিক
আজ এই দিনে তারা ভুলে গেছে কি তোমায়?
ভুলে যাওয়াটাই ক্ষমতার স্বাভাবিক বৈশিষ্ট্য
ভুলে গেছে কি সেই প্রাণের ছাত্রলীগ?
বসু
ধ্বুক ধ্বুকে প্রাণে টেনে টুনে বাঁচে শ্বাসে
ভাঙ্গা দেহে পোড়া মনে আজ যারা জাবর কাটে স্মৃতির
বেকার, কোন কাম কাজ নাই যাদের
তারাই পারেনি ভুলতে তোমায়
বসু তবুও
"তোমাকে মনে পড়ে যায়
তোমাকে মনে পড়ে যায়"