ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

ভালোবাসা দিবসে কী উপহার দেবেন?

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৫:১১:০৪
ভালোবাসা দিবসে কী উপহার দেবেন?

লাইফস্টাইল ডেস্ক : বছরের বিশেষকিছু দিন থাকে, যা অন্যান্য দিনের থেকে আলাদা। বিশ্ব ভালোবাসা দিবসও তেমনই একটি দিন। ভালোবাসার জন্য বিশেষ দিনের প্রয়োজন পড়ে কি না, এই নিয়ে তর্ক-বিতর্ক আছেই। তবে যারা এই দিনটি পালন করার পক্ষে, তাদের প্রয়োজন কিছু প্রস্তুতি। বিশেষ দিনে প্রিয় মানুষটিকে বিশেষ কোনো উপহার দেয়ার রীতি বহুদিনের। তাই ভালোবাসা দিবসও এর ব্যতিক্রম নয়।

ভালোবাসা দিবসের উপহার হিসেবে প্রিয় মানুষটিকে কী দেবেন, এই নিয়ে মুশকিলে পড়েন অনেকেই। তাই আপনাদের সমস্যার সমাধানে জেনে নিন কিছু উপহারের নাম-

উপহার হিসেবে বইয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না। ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি রাখতে তাই দিতে পারেন রোমান্টিক ঘরানার কবিতা, গল্প বা উপন্যাসের বই। তবে তার আগে জেনে নিন, প্রিয় মানুষটি বই পড়তে ভালোবাসেন কি না।

ফুল ভালোবাসেন সবাই। তাজা একগুচ্ছ গোলাপ অথবা নানা ধরনের ফুল মিলিয়ে একটি তোড়া বানিয়ে প্রিয়জনকে উপহার দিন।

উপহারগ্রহিতা হলে গলার হার, পেন্ডেন্ট কানের দুল, ব্রেসলেট, আংটি এসব দিতে পারেন আর পুরুষদের জন্য বেছে নিন ব্রেসলেট, ঘড়ি, লকেট অথবা আংটি। উপহারে বিশেষত্ব আনতে প্রিয়জনের পছন্দের রঙকে প্রাধান্য দিন।

চকোলেট খেতে ভালোবাসেন প্রায় সবাই। প্রিয়জনকে চকোলেট বক্স দিতে পারেন মিষ্টি ভালোবাসা আরো মধুর করতে।

প্রিয় মানুষটিকে তার স্টাইলের সাথে মানানসই, এমন কিছু পোশাক কিনে দিতে পারেন। অথবা তার পছন্দের আউটলেটে তাকে নিয়েও শপিং-এ যেতে পারেন।

সাধারণ মনে হলেও ফটোফ্রেম উপহার হিসেবে খুবই পছন্দনীয়। আপনাদের ভালোলাগার কোনও মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে রাখা যায়।

বিশেষ দিনে বিশেষ কিছু হিসেবে প্রিয়জনকে হাতের তৈরি নানা জিনিস দেয়া যায়। সেটি হতে পারে নানা রঙের ও ঢঙের কার্ড, কারুকাজ করা রুমাল, নকশিকাঁথা, ওয়ালমেট।

প্রিয়জনকে নিয়ে ক্যান্ডেললাইট ডিনার করতে যেতে পারেন। অথবা নিজ হাতে রান্না করেও খাওয়াতে পারেন আপনার কাছের মানুষটিকে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)