ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফিরোজ খান’র কবিতা

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ১৭:৩২:৩১
ফিরোজ খান’র কবিতা







ঘড়ির কাটায় জীবন মাপা

মেনে থাকি একটি কথা
ঘড়ির কাটায় জীবন মাপা
ঘড়ির জীবন তিনটি ধাপে
সেকেন্ড, মিনিট, ঘন্টা থাকে।

আমরা মানবজাতি সবাই
জীবন মোদের এক‌ই ধাপে
সেকেন্ড থাকে জন্ম থেকে
মিনিটের দেখা যৌবনেতে।

ঘড়ির জীবন থাকে মেপে
মিনিট যেমন চলে টিক টিক
মানব ঘড়ির জীবন তেমন
যৌবন বয়সে থাকে সব ঠিক।

ব‍্যাটারিটা ড‍্যামেস হয় যখন
ঘড়ির কাটা ছোলো হয় তখন
মানব জীবন ঠিকই এমন
বৃদ্ধা হলে চলেনা তেমন।

এমনি হয় মানব জীবন গঠন
ঘড়ির কাটা বন্ধ হলে
সময় তখন গড়মিল মিলে
আমরা মানব ঘড়ির মতোন
মেয়াদ মোদের শেষ হয় তখন।।