ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফিরোজ খান’র কবিতা

২০১৯ ফেব্রুয়ারি ১৫ ১৬:০১:১৯
ফিরোজ খান’র কবিতা







জীবন পেয়েছি, মরণের আশায়

মরতে হবে সকল মানবের ওপারে যেতে
মরণের নেইতো কোনো জাত-ভেদাভেত
সৃষ্টি মানব একই রূপে হয় রূপান্তরিত
জীবনের কাছে তবুও মরণ থাকে পরাজিত।

জন্মের পরেই হয়ে থাকে বংশের পরিচয়
পার্থক্য থাকে তবুও মানবের উচুঁ-নিচু,বংশের
বসবাস করে অট্টালিকায় পায়না তবু সুখ
কেউ থাকে কুড়ে ঘরে সুখ থাকে সংসারে।

নানা গন্ধ,নানা স্বাদ থাকে জীবন চালনায়
মানবের জীবন গঠনই হয় এমন
জীবন থাকে আলো-অন্ধকারে মিশে
ভালো কাজে সুখ থাকে মানবের মনে।

জীবন সাধনায় থাকে সকলেই মশগুল
তবুও থেকে যায় কিছু বঞ্চিত মানব জীবন
গাছে ফুল ফুটে পায়না কভূ ফুল সুরভী তার
জীবনের সাথে থাকে মিশে মৃত্যুর ভুবন।

নিয়মের সাথেই পৃথিবী ঘুরবে আজীবন
মরণের থাকেনা কভূ কখনও কোনো নিয়ম
সকাল-বিকাল,দুপুর সন্ধ্যা চলে সকলের জীবন
মরণের নেই নিয়ম আসে মরণ যখন-তখন।

ধনী-গরীব,রাজা-বাদশা থাকে সবার রূপের ধরণ
মরণের বর্ণ হয়না ফর্সা হয়ে যে মরণ একই রকম
এসেছি যেভাবে হবে যেতে চলে একইভাবে
সঙ্গী হবে মৃত্যুর সাথি শুধুই একাকীত্ব জীবন।

জীবনে থাকে রঙ্গ,স্বাদ,যজ্ঞ,ও নির্বিকার মিশে
থাকেনা শুধুমাত্র জীবনে কোনো কাজের ধরণ
জীবনের সাথেই থাকবে শুধু জয়-পরাজয় বরণ
জীবন হয় বহুরূপী জীবনে মরণই আপন।