ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ

২০১৯ ফেব্রুয়ারি ১৭ ১৬:০৭:৪৯
কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে, অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে...’ এই বিখ্যাত লেখাটি যিনি বাংলা সাহিত্য ভাণ্ডারে রেখে গেছেন সেই প্রেমের কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ। শুভ জন্মদিন কবি।

১৮৯৯ সালের আজকের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। বাবা সত্যানন্দ দাশ ছিলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক। মা কুসুমকুমারী দাশ সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে কবিতা রচনা করতেন। জীবনানন্দ মায়ের কাছ থেকেই সাহিত্যচর্চা ও কবিতা রচনার প্রেরণা লাভ করেন।

কবির রচনাবলি :কাব্যগ্রন্থ-ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। গদ্যগ্রন্থ_ কবিতার কথা। মৃত্যুর পর তার প্রকাশিত উপন্যাস_ মাল্যবান, সতীর্থ। ১৯৫৪ সালে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি কলকাতায় ২২ অক্টোবর পরলোকগমন করেন।

কবির জন্মদিন পালন উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ, বরিশাল শাখা সকাল ৮:৩০টায় বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ অঙ্গণে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৯)